মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

বঙ্গবন্ধু টানেলে প্রাইভেট কার দুর্ঘটনা, ৫ জন আহত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের ভেতরে দ্রুতগতির প্রাইভেট কার উল্টে গুরুতর আহত হয়েছেন অন্তত ৫ জন। ক্ষতিগ্রস্ত হয়েছে টানেলের ডেকোরেশন বোর্ড।

শনিবার(১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে প্রাইভেটকারটি টানেলের পতেঙ্গা প্রান্ত থেকে আনোয়ারা প্রান্তে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে টানেলের গায়ে ধাক্কা লেগে উল্টে যায়। পরে পেছন থেকে আসা আরও দুইটি প্রাইভেটকার উল্টে যাওয়া প্রাইভেটকারে ধাক্কা দেয়। এসময় প্রাইভেটকার তিনটি দুমড়েমুচড়ে যায় ও টানেলের ডেকোরেশন বোর্ড ক্ষতিগ্রস্ত হয়।

এছাড়াও প্রাইভেটকারের ৫ যাত্রী গুরুতর আহত হন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বঙ্গবন্ধু টানেল প্রকল্পের সহকারী প্রকৌশলী তানভীর রিফা জানান, সন্ধ্যায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে টানেলের গায়ে ধাক্কা দেয়। পরে ক্ষতিগ্রস্ত প্রাইভেটকারটি সঙ্গে ধাক্কা লেগে আবারও দুইটি প্রাইভেটকার উল্টে যায়। এতে টানেলের ডেকোরেশন বোর্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। সঙ্গে সঙ্গে টানেলের নিরাপত্তাকর্মীরা প্রাইভেট কার তিনটি জব্দ করেছেন।

সর্বশেষ

এই বিভাগের আরও খবর