মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

অভিনব কায়দায় চুরি: নিয়ে গেছে ১৫০ ভরি স্বর্ণালংকার

গভীর রাতে বাসার পেছনের বেলকনির গ্রীল কেটে অভিনব কায়দায় ১৫০ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে চোরের দল।

শুক্রবার(২ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৩ টার দিকে চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার আমীরবাগ আবাসিক এলাকায় এস আর ভবনে ঘটে এই চুরির ঘটনা।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সরোয়ার আলম খান জানান, শুক্রবার রাতে বাসায় একা গুমোচ্ছিলেন তিনি। তাঁরা পাচঁ ভাই-বোনের সকল স্বর্ণ তাঁর বাসাতেই ছিল।
রাত তিনটার দিকে বাসার পিছনের বেলকনির গ্রিল কেটে তিনজন চোর বাসায় প্রবেশ করে। বাসায় থাকা পাচঁ ভাই-বোনের আনুমানিক ১৫০ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।

যে রুমে স্বর্ণালংকার গুলো ছিল, সেই রুমেই গুমোচ্ছিলেন বলে জানান তিনি।

চুরির বিষয়টি নিশ্চিত করেন চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ওয়ালী উদ্দিন বলেন, গ্রিল কেটে বাসায় ঢুকে চুরি করেছে চোর চক্র। সিসি ক্যামেরার ফুটেজ উদ্ধার করা হয়েছে। চোরদের শনাক্ত করে গ্রেপ্তারে এরই মধ্যে কাজ শুরু হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও খবর