মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

আনোয়ারায় যতক্ষণ অভিযান,ততক্ষণ থেমে যান

আনোয়ারায় কৃষি জমির টপসয়েল (উপরি ভাগের মাটি) কাটা যেন থামছেইনা। প্রায় প্রতিরাতে উপজেলার কোন না কোন গ্রামে পরিচালিত হচ্ছে প্রশাসনের অভিযান। এসব অভিযানে ধরা পড়ে মোটা অংকের জরিমানাও গুনতে হচ্ছে জড়িতদের।

গতকাল শুক্রবার(২ ফেব্রুয়ারি) রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবদুল্লাহ্ আল মুমিনের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে উপজেলার বরুমচাড়া ইউনিয়নে জমির টপসয়েল কাটার অপরাধে আবদুল মন্নান নামের এক ব্যক্তির কাছ থেকে আদায় করা হয় ৫০ হাজার টাকা জরিমানা।
জব্দ করা হয়েছে মাটিকাটার কাজে ব্যবহৃত একটি স্ক্যাভেটর ও একটি ড্যাম্পার।

দু’দিন আগে একই ধরণের অভিযানে বটতলী ইউনিয়ের সাবেক এক মেম্বার ও আওয়ামী লীগ নেতার কাছ থেকেও আদায় করা হয় দুই লাখ টাকা জরিমানা।

কিন্তু যতক্ষণ অভিযান ততক্ষণ থেমে যান। অভিযান শেষ হলে আবার সব ভুলে যান।

সর্বশেষ

এই বিভাগের আরও খবর