বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

রায় শোনার পর পালালো আসামি, ৩ ঘন্টা পর গ্রেপ্তার

মামলায় সাজা হয়েছে, রায়ের পর এজলাস থেকে প্রীজনভ্যানে তোলা হচ্ছিল তাকে। এক পর্যায়ে দায়িত্বরত পুলিশদের বোকা বানিয়ে পালিয়ে যান সেই সাজাপ্রাপ্ত আসামি।
তবে পালানোর ৩ ঘন্টা পর পুলিশের হাতে আবার ধরা পড়ে পলাতক সেই আসামি।

২৮ জানুয়ারি(রোববার) দুপুরে চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে ঘটে চাঞ্চল্যকর এ ঘটনাটি

সাজা প্রাপ্ত ওই আসামির নাম মো. সাইফুল করিম খান(৪৫)। সে নগরীর হালিশহর এলাকার বজলুল করিম খানের ছেলে।

আসামি পালিয়ে যাওয়ার বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নিশান চাকমা বলেন, আদালতে রায় শুনে সাইফুল করিম খান নামে এক আসামি দুপুর সাড়ে বারটার দিকে পালিয়ে যায়।

এ ঘটনায় ঐ আদালতে দায়িত্বরত পুলিশের কনস্টেবল কবির হোসেনকে দায়িত্বে অবহেলার কারণে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

একই সঙ্গে আসামি পালানোর ঘটনায় নগরের কোতোয়ালী থানায় মামলা করা হবে।
এদিকে মামলার বাদীর আইনজীবী অ্যাডভোকেট দিদারুল আলম বলেন, ২০২০ সালের ২০ অক্টোবর আল মুজিব বসর নামে আমার মক্কেল সাইফুল করিম খানের বিরুদ্ধে আদালতে চেক প্রত্যাখ্যানের মামলা করেন।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুরুল কাদের মজুমদার বলেন, আদালত থেকে পালিয়ে যাওয়া দণ্ডিত আসামি সাইফুল করিম খানকে বিকেল সাড়ে তিনটার দিকে নগরের হালিশহর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে নগরের কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা

 

সর্বশেষ

এই বিভাগের আরও খবর