চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে না দিতে মঙ্গলবার (২০ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করা হয়েছে।
আগামী রোববার (২৫ মে) এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনালের (এনসিটি) ব্যবস্থাপনা বিদেশি কোম্পানিকে দেয়া হবে কি-না তার পক্ষে-বিপক্ষে বিতর্ক আরও জোরালো হয়ে উঠেছে। অনেকে এ ধরনের সম্ভাব্য সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, প্রতিবাদ করছেন।
অনেকেই বলছেন, নিউমুরিং কনটেইনার টার্মিনাল দেশি প্রতিষ্ঠানের হাতেই থাকতে হবে।দেশের অর্থনীতির লাইফ লাইন খ্যাত চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে লিজ দেওয়ার সিদ্ধান্ত হবে আত্মঘাতী।
চাটগাঁর চোখ/ জি ইউ