রবিবার, ১৫ জুন ২০২৫

অতঃপর তারাই টার্গেট?

অপ্রত্যাশিত ঝামেলায় অস্হির বৈষম্য বিরোধীরা

বিশেষ প্রতিনিধি

৫ আগস্টের গৌরবোজ্জ্বল ইতিহাস গড়ায় যারা ছিল বজ্র কঠিন তারা এখন অপ্রত্যাশিত নানা ঝামেলায় অস্হির।

মনে হচ্ছে অদেখা কারা যেন মিশে গেছে তাদের ভেতর,আর ধীরে ধীরে বিছিয়ে দিচ্ছে আঁধারের চাদর।বিতাড়িতদের ছায়া কি ক্রমশ ঘিরে ফেলছে তাগের চারপাশ? এমন প্রশ্নের উত্তর খুঁজছে অনেকেই।তারাও কি মনে মনে ভাবছে তাদের সেই আগলভাঙ্গা আলোর ঠিকানা হারিয়ে যাচ্ছে?

তারা কি পতিতদের টার্গেট, নাকি অজান্তেই পা দিয়ে চলেছে গতানুগতিক লাভ ক্ষতির হিসাবে?বিরোধ- বিভাজনে যেন ক্রমশই ক্লান্ত তারা।তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।চট্টগ্রামে বহিষ্কার পাল্টা বহিষ্কার সংগঠনটির ভেতরের অস্হিরতায় আরো রসদ যোগাচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষক মহল।

সম্প্রতি “অনিয়ন্ত্রিত জীবনযাপনের” অভিযোগে চট্টগ্রামে বৈষম্য বিরোধী মুখপাত্র ফাতেমা খানম লিজাকে অব্যাহতি দেয়া হয়েছে।তার বিরুদ্ধে ‘মাদক সেবন ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের’ অভিযোগ আনা হয়েছে।

শনিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক আরিফ মঈনউদ্দীন ও সদস্য সচিব নিজাম উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাকে অব্যাহতি দেওয়ার কথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “ফাতেমা খানম লিজার মাদক সেবন ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের ছবি/ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। জুলাই গণঅভ্যুত্থানের প্রায় ১৪০০ শহীদ ও অর্ধলক্ষ আহতদের ওপর দাঁড়ানো এ প্ল্যাটফর্মের এমন অনিয়ন্ত্রিত ও অসামাজিক কার্যকলাপ জনমনে প্রশ্ন তৈরি করেছে। সে কারণে ফাতেমা খানম লিজাকে অব্যাহতি দেওয়া হয়েছে।”

অভিযোগের বিষয়ে চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী লিজা বিভিন্ন সংবাদ মাধ্যমকে বলেন, “আমার বিরুদ্ধে মাদক সেবনের যে অভিযোগ এনেছে সেটি দুই ঘণ্টার মধ্যে প্রমাণ করতে না পারলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। অনিয়ন্ত্রিত জীবনের বিষয়টি বেইজলেস।

এদিকে, এক দিনের মাথায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক ও সদস্য সচিবকে পাল্টা বহিষ্কার করেছে সংগঠনেরই একটি পক্ষ।

রোববার বিকালে যুগ্ম সদস্য সচিব রাহাদুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে মহানগর কমিটির আহ্বায়ক আরিফ মঈনউদ্দিন ও সদস্য সচিব নিজাম উদ্দিনকে বহিষ্কারের কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, চাঁদাবাজি, টেন্ডারবাজি, নারী হেনস্তা ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে সংগঠন থেকে সর্বসম্মতভাবে তাদের বহিষ্কার করা হয়েছে।

“সাংগঠনিকভাবে আর কোথাও তারা পদ-পদবির পরিচয় দিলে আইন প্রয়োগকারী সংস্থাসহ সর্বসাধারণকে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হল।”

এ প্রসঙ্গে আহ্বায়ক আরিফ মঈনউদ্দিন সংবাদ মাধ্যমকে বলেন, “একজন যুগ্ম সচিব কোনো আহ্বায়ক বা সদস্য সচিবকে বহিষ্কার করতে পারেন না। যিনি বহিষ্কার করেছেন, তার ছাত্রত্ব নাই এবং তাকে আগে বাদ দেওয়া হয়েছে কমিটি থেকে।

“তার বন্ধুকে (লিজা) বহিষ্কার করা হয়েছে বলে সে এসব করছে”, অভিযোগ আরিফের।

অন্যদিকে লিজাসহ তিনজনকে বিভিন্ন অভিযোগে বহিষ্কারের পর ‘সমসাময়িক বিষয়ে জুলাইয়ের নারী যোদ্ধাদের নিয়ে’ রোববার সংবাদ সম্মেলন ডাকে সংগঠনটি। নির্ধারিত সময়ে সম্মেলনস্থলে উপস্থিত হন সাংবাদিকরা। তবে আধঘণ্টা পেরোনোর পরেও উপস্থিতি নেই আয়োজকরা।পরে জানা গেল সংবাদ সম্মেলন হচ্ছে না’।

এর আগে, রবিবার (১৯ মে) রাত ১১টার দিকে বৈছাআ নগর কমিটির সদস্য সচিব নিজাম উদ্দিন গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জানিয়েছিলেন,রোববার সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের সমসাময়িক ইস্যু নিয়ে জুলাইয়ের নারীদের নিয়ে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে।

সেই অনুযায়ী সকাল ১১টার মধ্যেই চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন কাভার করতে যান বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীরা।

দীর্ঘ অপেক্ষায় থাকা সাংবাদিকদের প্রশ্নের পর
বৈষম্যবিরোধী ছাত্র আন্দেলন নগর কমিটির সদস্য সচিব নিজাম উদ্দিন লিখেন, ‘প্রিয় সাংবাদিকবৃন্দ, প্রথমে দুঃখ প্রকাশ করছি আজ ১১টায় নারীদের যে সংবাদ সম্মেলনটি হওয়ার কথা ছিল তা হচ্ছে না। আহ্বায়ক ও সদস্য সচিব এবং বহিষ্কার ৩ জনকে ঢাকা যেতে বলেছে, তার জন্য আজকের সংবাদ সম্মেলনটি হচ্ছে না।’

এসব দলে শৃঙ্খলা ও মান্যতা না থাকার বহিঃপ্রকাশ বলে মনে করেন সংশ্লিষ্ট মহল। সারাদেশে এরকম আরো নানা তৎপরতা লক্ষ্যণীয় যেগুলো বৈষম্য বিরোধীদের ভাবমূর্তি হানিকর। সব দেখে মনে করা হচ্ছে বৈষম্য বিরোধীদের ভেতরে তাতের বিরোধী চক্র গোপনে বাসা বেঁধেছে ।যারা কঠিন শক্তি ও ঐক্যের জোরে একটা ৫ আগস্ট এনেছিল তাদেরকে কোন না কোনভাবেই বিভাজিত ও বিপন্ন করার চক্রান্ত চলছে। এমনটা আশংকা করেন বৈষম্যবিরোধীরা নিজেরাও। ছাত্র উপদেষ্টাদের বোতল ছুঁড়ে মারার মত ঘটনাও ঘটছে।

চলছে সীমাহীন গুজব, অপপ্রচার। নাম প্রকাশ করতে অনিচ্ছুক সংগঠনের চট্টগ্রামের এক নেতা চাঁটগার চোখকে বলেন যেকোন উপায়েই আমাদেরকে ছোট করাই যেন ঘাপটি মেরে থাকা একটি চক্রের মূল টার্গেট। এ ক্ষেত্রে জুলাইয়ের চেতনায় ঐক্যে থাকার কোন বিকল্প নেই।

চাটগাঁর চোখ/ জি ইউ/ জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর