রবিবার, ১৫ জুন ২০২৫

জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় একগুচ্ছ সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় বিভিন্ন বিষয়ে একগুচ্ছ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

১৮ মে, রবিবার চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা খানম।

সভায় চট্টগ্রাম জেলার বিগত মাসের সার্বিক অপরাধচিত্র পর্যালোচনা করা হয়। বিভিন্ন অপরাধের কারণ অনুসন্ধানে মত বিনিময় চলাকালে সামাজিক অবক্ষয়, নারীর প্রতি সহিংসতা, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিরাপত্তার অভাব, অনলাইন জুয়া ইত্যাদি সমস্যা সমাধানে বিভিন্ন পরামর্শ গৃহীত হয়।

আসন্ন ঈদ-উল-আযহায় কোরবানি পশুর হাট ব্যবস্থাপনা, সড়কের শৃঙ্খলা প্রতিষ্ঠা, এবং সরকারি ছুটিকালীন সময়ে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের ব্যাপারে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া, গ্রাম আদালতের সক্ষমতা বৃদ্ধিতে কার্যকরী পদক্ষেপ নেয়ার নির্দেশনা প্রদান করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), চট্টগ্রাম; উপ-পরিচালক (স্থানীয় সরকার), চট্টগ্রাম; অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম; আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ।

চাটগাঁর চোখ/ এম এ

সর্বশেষ

এই বিভাগের আরও খবর