চট্টগ্রামের আলোচিত ও বিতর্কিত ব্যবসায়ী শিল্প গোষ্ঠী এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ১৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
নিষেধাজ্ঞার মুখে পড়া ব্যক্তিরা হলেন- এস আলম গ্রুপের চেয়ারম্যানের ব্যক্তিগত সচিব পটিয়ার মো. আকিজ উদ্দিন, সাবেক ব্যবস্থাপনা পরিচালক এ বি এম মোকাম্মেল হক, ব্যবসায়ী মো. নজরুল ইসলাম, মো. আলমাছ আলী, বেদার উল ইসলাম, মো. জসিম উদ্দিন, রোখসানা খাতুন, রবিয়া খাতুন, নাছির উদ্দিন, মুহাম্মদ সাইফুউদ্দিন, মো. গোলামুর রহমান, এস এম জামাল উদ্দিন, হাসমত আরা বেগম ও মুহাম্মদ সাইফু উদ্দিন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।
১৪ ব্যক্তির দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদনটি করেন দুদকের উপপরিচালক (মানিলন্ডারিং) তাহাসিন মুনাবীল হক। এ আবেদনে আরো বলা হয়েছে, এস আলম গ্রুপের স্বার্থসংশ্লিষ্ট ‘সত্তাথ ও ‘সত্তারথ সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মানিলন্ডারিংয়ের অভিযোগ খতিয়ে দেখতে টিম গঠন করা হয়েছে।
দুদক সূত্রে জানা যায়, সংস্হাটি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে, এস আলম গ্রুপের সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশত্যাগের চেষ্টা করছেন। তারা বিদেশে চলে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হবে। তাই দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রয়োজন।
এদিকে, এস আলমের পিএস পটিয়ার আকিজ উদ্দিন গত বছরের ৬ আগষ্ট দেশ ত্যাগ করেছেন গোপনে। তিনি বর্তমানে দুবাই অবস্থান করছেন বলে জানা গেছে।
চাটগাঁর চোখ/এম এ/ এস এইচ