বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

নগরীর বিভিন্ন বাজারে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

নিজস্ব প্রতিবেদক

আজ ২০ মার্চ ২০২৫ জেলা প্রশাসনের বাজার মনিটরিং কার্যক্রম এর অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরের ফলমন্ডি পাইকারি বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়,চট্টগ্রাম এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাকিব শাহরিয়ার, সাদমান সহিদ ও ইজহারুল আহম্মেদ শিহাব।

মোবাইল কোর্ট পরিচালনাকালীন নানা অসংগতির জন্য কৃষি বিপণন আইন, ২০১৮ ও ভোক্তা অধিকার-সংরক্ষণ আইন,২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ০৪ টি মামলায় ০৪ জন অভিযুক্তকে মোট ১১,৫০০/-( এগারো হাজার পাচশত টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়।

অপরদিকে, চট্টগ্রাম মহানগর এর বন্দর থানার ফকিরহাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়,চট্টগ্রাম এর সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুব্রত হালদার ও রাইয়ান ফেরদৌস। এসময় মূল্য তালিকা প্রদর্শন না করা, পণ্যের যথাযথ মোড়ক ব্যবহার না করা সহ বিভিন্ন অনিয়মের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ০২ টি মামলায় মোট ৪০০০/- (চার হাজার টাকা) জরিমানা করা হয়।

অভিযান চলাকালে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও বিক্রেতাদের সতর্ক করা হয় এবং ভোক্তাদের অধিকার সম্পর্কে সচেতন করা হয়।

পুরো রমজান মাসব্যাপী জেলা প্রশাসনের এরূপ অভিযান নিয়মিত চলমান থাকবে এবং বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

চাটগাঁর চোখ/এমএ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর