বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিরোধী ভুমিকার অভিযোগ স্বরাষ্ট্র মণ্ক্রণালয়ের সাবেক জনসংযোগ কর্মকর্তা, বর্তমানের বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের উপআঞ্চলিক পরিচালক মো. শরীফ মাহমুদ অপুকে এক দল শিক্ষার্থী আজ বেতার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখে।
পরে শিক্ষার্থীরা পুলিশকে খবর দেয় এবং এ বিষয়ে জেলা প্রাসকের সাথে কথা বলে।
শিক্ষার্থীদের দাবি, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকারী শরীফ মাহমুদকে গ্রেফতার করতে হবে।
অবরুদ্ধকারী শিক্ষার্থীদের কাছ থেকে খবর পেয়ে ডবলমুরিং থানা থেকে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। এছাড়া জেলা প্রশাসনের একটি টিমও সেখানে পৌঁছে।
ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রফিকুল ইসলাম বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত উল্লেখ করে কয়েকজন শিক্ষার্থী আমাকে ফোনে জানান শরীফ মাহমুদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা থাকাকালে আন্দোলনের বিরোধী ভূমিকায় ছিলেন, এজন্য তাকে গ্রেফতার করতে হবে। আমাদের থানা থেকে একটি টিম গেছে। উনার বিরুদ্ধে কোনো মামলা আছে কি না, সেটা যাচাই-বাছাই করা হচ্ছে।’
‘শিক্ষার্থীরা জেলা প্রশাসক মহোদয়কেও কল করেছিলেন। তিনি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বেতার ভবনে পাঠিয়েছেন। ম্যাজিস্ট্রেট শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন। জেলা প্রশাসকের নির্দেশ পেলে ওই কর্মকর্তাকে গ্রেফতার করা হবে বলে ওসি জানান।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বদলি করে বাংলাদেশ বেতারে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
চাটগাঁর চোখ/এআই/জই