বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

জেলা প্রশাসনের মোবাইলকোর্টে জরিমান

খাবারে কাপড়ের রঙ, অস্বাস্থ্যকর পরিবেশ

নিজস্ব প্রতিবেদক

জেলা প্রশাসনের বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে আজ বেলা ২:৩০ হতে বিকাল ৪.০০ টা পর্যন্ত চট্টগ্রামের বাকলিয়া থানাধীন রাজাখালী এলাকায় নিরাপদ খাদ্য আইন কর্তৃপক্ষের সদস্যদের গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন ইমরান-মাহমুদ-ডালিম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও এসি (ল্যান্ড), সদর সার্কেল,চট্টগ্রাম।

মোবাইল কোর্ট পরিচালনাকালে লাইসেন্সের শর্তভঙ্গ করে অস্বাস্থ্যকর পরিবেশে জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পদ্ধতিতে সেমাই তৈরি করায় একটি প্রতিষ্ঠানকে ১০,০০০/- টাকা ও অপর একটি প্রতিষ্ঠানকে ৫০,০০০/- টাকা এবং খাবারে কাপড়ের রঙ ব্যবহারসহ অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য বিক্রি করায় একটি হোটেলকে ১০,০০০/- টাকা অর্থদন্ড অর্থাৎ মোট ৩ টি প্রতিষ্ঠানকে ৭০,০০০/- (সত্তুর হাজার টাকা) অর্থদন্ড প্রদান করা হয়।

অপরদিকে, মোহাম্মদ মেহেদী হাসান,সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, কাট্টলি রাজস্ব সার্কেল, চট্টগ্রাম এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয় এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ এর অধীনে ০১ টি মামলায় ৩০,০০০/- ( ত্রিশ হাজার টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়াও চট্টগ্রামের কাজীর দেউড়ি বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসিফ জাহান সিকদার ও রাইয়ান ফেরদৌস।

মোবাইল কোর্ট পরিচালনার সময় মূল্য তালিকা প্রদশর্ন না করা, পাকা রশিদ সংরক্ষণ না করা সহ নানা অসংগতি ও অনিয়মের জন্য কৃষি বিপণন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় পৃথক ০৩ টি মামলায় ০৩ জনকে মোট ৩৫০০/- অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান অব্যাহত থাকবে।

চাটগাঁর চোখ/এআই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর