শুক্রবার, ২১ মার্চ ২০২৫

বিএনপির চট্টগ্রাম বিভাগীয় মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন প্রস্ততির অংশ হিসেবে দলকে সংগঠিত করাসহ নানা বিষয়ে চট্টগ্রাম বিভাগীয় মতবিনিময় সভা করেছে বিএনপি।

বুধবার (১২ মার্চ) চট্টগ্রামের একটি কনভেনশন সেন্টারে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে চট্টগ্রাম বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এর পর সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম বলেন এই মুহুর্তে নির্বাচন প্রলম্বিত হওয়া মানেই জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দেওয়া।

তিনি বলেন, বর্তমান এই সংকটকালীন সময়ে আমাদের দলকে কিভাবে আমরা সুসংগঠিত করবো, অঙ্গ সংগঠনগুলোকে কিভাবে সংগঠিত করবো আগামী নির্বাচনের জন্য আমাদের কিভাবে প্রস্তুতি নিতে হবে এই বিষয়গুলো নিয়েই নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করেছি।

গত ৫ আগস্টের পর আমরা যে মুক্ত বাংলাদেশ চেয়েছি, এই মুক্ত বাংলাদেশের মানুষের যে চাহিদা ও দাবি হচ্ছে প্রয়োজনীয় সংস্কার শেষ করে জনগনের ভোটের অধিকার বাস্তবায়নের জন্য, ভোটাধিকারের জন্য একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন।

সেই অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এবং আমাদের নেত্রী খালেদা জিয়ার অনুপ্রেরণায় আমরা দলকে সুসংগঠিত করার প্রক্রিয়ায় সারা দেশ সফর করছি।

সংবাদ সম্মেলনের আগে চট্টগ্রাম বিভাগীয় নেতাদের নিয়ে রূদ্ধদার বৈঠক করেন কেন্দ্রীয় নেতারা।

এসময় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমের সভাপত্বিতে অনুষ্ঠানে যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসানসহ অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

চাটগাঁর চোখ/এআই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর