শুক্রবার, ২১ মার্চ ২০২৫

এনায়েত বাজারে ২ হাজার পরিবারের মাঝে ইফতার বিতরণ করলেন মেয়র

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় আলহাজ্ব মোঃ আবদুল মালেক ফাউন্ডেশনের উদ্যোগে ২২ নং এনায়েত বাজার ওয়ার্ডের সুবিধাবঞ্চিত অসহায় গরীব ও দুস্থ ২ হাজার পরিবারের মাঝে সেহেরি ও ইফতার বিতরণ করা হয়।

বুধবার উক্ত সেহেরি ও ইফতার বিতরণ অনুষ্ঠানে ২২ নং এনায়েত বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব মোঃ আবদুল মালেক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আহ্বায়ক কমিটির সদস্য মোঃ কামরুল ইসলাম।

আব্দুল্লাহ আল হাসান সোনামানিক এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, মোঃ জহির আহমেদ, সালাউদ্দিন লাতু, মোঃ আলমগীর, মাহাবুব আলম রানা, এনামুল হক রাজু, মোঃ সেন্টু, আব্দুল্লাহ আল মামুন, মোঃ সোহেল উদ্দিন, আব্দুল্লাহ আল ফরহাদ জ্যাকি, আবু সুলতান সানি সহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেন, “রমজান আত্মসংযম ও ইবাদতের মাস। এ মাসে সবার উচিত সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। দুঃস্থ ও অসহায় মানুষদের সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব। আপনাদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এমন মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনে এবং অসহায় মানুষদের মুখে হাসি ফোটায়।”

তিনি আরও বলেন, “একটি সমৃদ্ধ ও মানবিক সমাজ গঠনের জন্য দরিদ্র ও অসহায় মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়া প্রয়োজন। বিত্তবান ও স্বচ্ছল ব্যক্তিদের এগিয়ে আসতে হবে, যাতে কেউ অভুক্ত না থাকে।

চট্টগ্রাম সিটি করপোরেশন সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাবে এবং এমন জনকল্যাণমূলক উদ্যোগকে সবসময় উৎসাহিত করবে।”

চাটগাঁর চোখ/এমএ

সর্বশেষ

এই বিভাগের আরও খবর