শুক্রবার, ২১ মার্চ ২০২৫

আকমল আলী রোডে ছুরিকাঘাতে যুবক খুন

নিজস্ব প্রতিবেদক

নগরীর ইপিজেড থানার আকমল আলী রোড বালুর মাঠ এলাকায় ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

নিহত আইয়ুব নবী সাগর (২৬) রেস্তোরাঁর কর্মী ছিলেন।

রাতে স্থানীয় লোকজন বালুরমাঠ থেকে এক যুবককে ছুরিকাঘাতে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার মৃত্যু হলে পুলিশ লাশ হেফাজতে নেয় বলে জানা যায়।

রাতে পরিবারের সদস্যরা আইয়ুব নবীর লাশ শনাক্ত করেন।

এ ঘটনায় পুলিশ সিজন নামে একজনকে আটক করেছে। আইয়ুবের সাথে সাইমন নামে তার এক বন্ধুর স্ত্রীর ‘পরকীয়া’ সন্দেহে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে তথ্য পেয়েছে। সাইমন পলাতক।

চাটগাঁর চোখ/এমএ

সর্বশেষ

এই বিভাগের আরও খবর