নানা শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক ও সুধীজনের বিপুল অংশগ্রহণে আজ চট্টগ্রাম ক্লাবে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম প্রেসক্লাব ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল।
ইফতারপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা কর্তৃত্ববাদী দুঃশাসনের অবসানের পর যে কোন ষডযন্ত্র মোকাবেলায় ঐক্যের ওপর জোর দিয়ে বলেন পতিত স্বৈরাচার বিভাজনের সুযোগ নিতে চায়।
তারা চলমান পরিস্হিতিতে দায়িত্বশীল ভুমিকা রাখার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি স্হায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন স্বৈরাচারের পতনের পর মানুষ নির্বাচনের জন্য মুখিয়ে আছে।জনগনকে ভোটের মালিকানা ফেরত দেয়ার মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হলে দেশে সুস্হ গণতান্ত্রিক ধারা ফিরে আসবে।
চট্টগ্রাম প্রেসক্লাবের আহ্বায়ক ও জেল প্রশাসক ফরিদ খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন,ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদার, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুইয়া, বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান।
সিনিয়র সাংবাদিক এ কে এম জহুরুল ইসলাম, কাজী আবুল মনসুর, কলিম সরওয়ারসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ এতে উপস্হিত ছিলেন।
সিএমইউজের সাধারণ সম্পাদক সালেহ নোমান, প্রেস ক্লাবের সদস্য গোলাম মওলা মুরাদ ও মিয়া মোহাম্মদ আরিফের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন ইফতার মাহফিল আয়োজক কমিটির আহবায়ক শামসুল হক হায়দরী।
বক্তব্য রাখেন প্রেস ক্লাব অন্তবর্তীকালীন কমিটির সদস্যসচিব জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) সভাপতি মোহাম্মদ শাহ নওয়াজ, প্রেস ক্লাব অন্তবর্তীকালীন কমিটির সদস্য মুস্তফা নঈম।
উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দিন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মোহাম্মদ হাসিব আজিজ, সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নুরুল করিম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ, সদস্যসচিব নাজিমুর রহমান, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ইদ্রিস মিয়া, সদস্যসচিব লায়ন হেলাল উদ্দিন, যুগ্ম আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, দক্ষিণ জেলা বিএনপি নেতা অধ্যাপক শেখ মহিউদ্দিন, জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, বিএনপি নেতা ইয়াছিন চৌধুরী লিটন, ইদ্রিস আলী, কামরুল ইসলাম, সাঈদ আল নোমান, বিএফইউজে সহ সভাপতি খাইরুল বশর, বিজিএমইএ প্রথম সহ সভাপতি নাসির উদ্দিন চৌধুরী, জেলা আইনজীবী সমিতির এডহক কমিটির আহবায়ক মকবুল কাদের চৌধুরী, জেলা পাবলিক প্রসিকিউটর আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক, ড্যাবের কেন্দ্রীয় নেতা ডা. সরওয়ার আলম, ড্যাব চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক ডা. বেলায়েত হোসেন ঢালী, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) চট্টগ্রামের সভাপতি প্রকৌশলী জানে আলম সেলিম, প্রকৌশলী মো. ওসমান, জিয়া পরিষদ চট্টগ্রামের সাধারণ সম্পাদক রোটারিয়ান মোহাম্মদ জসিম
চাটগাঁর চোখ/এআই/জই