শুক্রবার, ২১ মার্চ ২০২৫

নোমান ছিলেন চেতনায় উদারপন্থী, ভাবনায় চট্টলপ্রেমী

স্মরণসভায় অভিমত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের আয়োজনে বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান স্মরণ সভায় বক্তারা নোমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ওপর আলোকপাত করে বলেন তিনি ছিলেন চিন্তায় মননশীল,চেতনায় উদারপন্থী এবং ভাবনায় চট্টলপ্রেমী।

শনিবার সন্ধ্যায় জিইসি কনভেনশন সেন্টারে আয়োজিত শোকসভায় বিএনপি চেয়ার পার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার প্রধান অতিথির বক্তব্যে বলেন, “আবদুল্লাহ আল নোমান কিংবদন্তী রাজনীতিবিদ ছিলেন। তিনি ছিলেন নেতা কর্মী সৃষ্টির কারিগর।

দলের প্রতিষ্ঠালগ্ন থেকে বৃহত্তর চট্টগ্রাম বিভাগে বিএনপিকে সংগঠিত করতে তিনি নিরলসভাবে কাজ করেছেন। চট্টগ্রাম বিএনপি তার হাতে গড়া সংগঠন এবং তিনি ছিলেন আমাদের সকলের নেতা।

তিনি আজন্ম মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন। ৬৯ এর গণঅভ্যুত্থান, ৭১ এর মহান মুক্তিযুদ্ধ, ৯০ এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন।

সভায় বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রধান বক্তার বক্তব্যে বলেন, আবদুল্লাহ আল নোমান শুধু চট্টগ্রামের নেতা নন। তিনি ছিলেন জাতীয় নেতা। সারাদেশে জাতীয়তাবাদী শ্রমিক দলকে শক্তিশালী ও সংগঠিত করতে তিনি অক্লান্ত পরিশ্রম করে গেছেন।

নোমানের ছেলে সাঈদ আল নোমান বলেন, “আমার বাবা ছিলেন একজন সৎ, পরিচ্ছন্ন ও উদারপন্থি রাজনীতিবিদ। তিনি মনে করতেন ব্যক্তির চেয়ে দল বড় এবং এই নীতিকে তিনি ব্যক্তি জীবনে ধারণ করেছেন। তিনি বিএনপি এবং শ্রমিকদলকে সংগঠিত ও শক্তিশালী করার জন্য নিরলসভাবে কাজ করেছেন।”

চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদলের সভাপতি এ এম নাজিম উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহারের সঞ্চালনায় সভায় বিশেষ বক্তার বক্তব্য দেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

এছাড়া নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, কেন্দ্রীয় বিএনপির সহশ্রমিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খাঁন, কেন্দ্রীয় শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি সিদ্দিক আহমেদ চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিছ মিয়া, বিএনপি নেতা জাহাংগীর আলম, একরামুল করিম, এম এ সবুর, ইয়াছিন চৌধুরী লিটন, আহমেদুল আলম রাসেল বক্তব্য দেন।

চাটগাঁর চোখ/এমএ/এআই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর