শুক্রবার, ২১ মার্চ ২০২৫

জয়ী হলে সন্দ্বীপে আমূল পরিবর্তন আনবো: আকতার

নির্বাচিত হলে সন্দ্বীপে নৌ-যাতায়তের সকল সমস্যা সমাধান করবো, নতুন জেগে উঠা ভুমি ও উড়িরচর রক্ষা করবো, স্বাস্থ্য খাতে পরিবর্তন এনে সেবা নিশ্চিত করবো, উন্নতমানের শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করবো, বলেছেন আসন্ন সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৩ সন্দ্বীপ আসনে জাসদ(ইনু) মনোনীত প্রার্থী নুরুল আকতার।

বৃহস্পতিবার (৪জানুয়ারি) সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্সের কনফারেন্স রুমে নির্বাচনী ইশতেহার ঘোষণাকালে তিনি আরও বলেন, পরিকল্পিত মৎস চাষ ও পশু পালন নিশ্চিত করবো, কৃষি খাতে উন্নয়ন করা হবে , পরিবেশ রক্ষার উদ্যোগ নিবো, সকল প্রতিবন্ধকতা দূর করে জাতীয় গ্রীডে সন্দ্বীপের সকল বাড়িতে বিদ্যুৎ নিশ্চিত করবো।

জাসদ মনোনীত প্রার্থী নুরুল আকতার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে বলেন, সন্দ্বীপকে মাদকমুক্ত করবো। যদি আমরা জিততে পারি আমাদের ইশতেহারের সকল ঘোষনা বাস্তবায়ন করবো।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে, জাসদের উপজেলা পর্যায়ের নেতকর্মীসহ সাংবাদিবৃন্দ উপস্থিত ছিলেন ।

সর্বশেষ

এই বিভাগের আরও খবর