বাবার জন্য দ্বারে দ্বারে ঘুরে সাধারণ মানুষের কাছে ভোট চাইলেন তথ্যমন্ত্রীর সন্তানরা। তারা সাধারাণ মানুষের কাছে গিয়ে বলেন, আমার বাবা দীর্ঘ ১৫টি বছর আপনাদের সেবা করেছে। আগামীতেও আপনাদের সেবা করার জন্য আমার বাবাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এবং আমাদের জন্য দোয়া করবেন আমরাও যেন আমার বাবার মতো আপনাদের সেবা করতে পারি।
আগামী ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া, বোয়ালখালী আংশিক)এলাকার নৌকার মনোনীত সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাছান মাহমুদের জন্য তার তিন সন্তান সাধারণ মানুষের কাছে নৌকা প্রতীকে ভোট চান।
বুধবার(৩জানুয়ারি) বিকাল ৩টায় উপজেলার রোয়াজারহাট, চৌমুহনী ও চন্দ্রঘোনার বিভিন্ন জায়গায় ঘুরে ঘরে বাবার জন্য ভোট চাইলেন তথ্য মন্ত্রী ড.হাছান মাহমুদের তিন সন্তান সাফওয়ান আরহাম মাহমুদ, নাফিসা জুমাইরা মাহমুদ, আবিরা নাওয়ার মাহমুদ সহ মন্ত্রী পরিবারের অন্যান্য সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী’র ব্যক্তিগত সহকারী উপজেলা যুবলীগ নেতা কায়সারুল আলম, চন্দ্রঘোনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুহাম্মদ হারুন সওদাগর, সাধারণ সম্পাদক জালাল উদ্দীন জল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শিমুল গুপ্ত, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও রাঙ্গুনিয়া উপজেলা যুব মহিলা লীগের সভাপতি এডভোকেট রাহিলা চৌধুরী রেখা, রাঙ্গুনিয়া উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সুমাইয়াতুন নূর বৃষ্টি, শিল্পী ঘোষ, রুপা বাউরী, পারভিন আক্তার নাসরিন আক্তার,রিমু মল্লিক অন্যান্যরা।