মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

স্বতন্ত্র প্রার্থী ছালামের এক-এগারোর স্মৃতি স্মরণ করিয়ে দিলেন নাছির

ওয়ান ইলেভেনের সময় সিডিএর সাবেক চেয়ারম্যান আব্দুস ছালাম শেখ হাসিনার বাইরে গিয়ে মাইনাস টু ফরমুলা বাস্তবায়নে মিছিল করেছেন বলে মন্তব্য করেছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন।

 

বুধবার (৩ জানুয়ারী) বিকেলে নগরীর চান্দগাঁও ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ‘ফুলকপি’ প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী বিজয় কুমার চৌধুরীর গণসংযোগকালে এ কথা বলেন।

 

নাছির বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। বঙ্গবন্ধু কন্যার এ লক্ষ্য বাস্তবায়নে স্মার্ট প্রতিনিধি প্রয়োজন। আমি মনে করি বিজয় কুমার চৌধুরী একজন স্মার্ট জনপ্রতিনিধি। তিনি নির্বাচিত হলে আপনাদের সকল সমস্যা সমাধানে কাজ করতে পারবে বলে আমার বিশ্বাস।

 

এসময় উপস্থিত ছিলেন, মহানগর আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য নোমান আল মাহমুদ এমপি, মহানগর আ.লীগের মহিলা সম্পাদিকা ও চসিক কাউন্সিলর জোবাইদা নার্গিস, নগর আ.লীগের সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, কার্যনির্বাহী পরিষদের সদস্য মোহাব্বত আলী খান, সাবেক কাউন্সিলর সাইফুদ্দীন খালেদ, চান্দগাঁও থানা আ.লীগের আহবায়ক মুহাম্মদ আইয়ুব, নগর আ.লীগের কার্যনির্বাহি সদস্য বীর মুক্তিযোদ্দা বেলাল আহম্মেদ, আ.লীগ নেতা মোহাম্মদ ইছহাকসহ আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রেস রিলিজ

সর্বশেষ

এই বিভাগের আরও খবর