আনোয়ারা উপজেলার উপকূলীয় ইউনিয়ন রায়পুর। বঙ্গোপসাগরের তীর ঘেষা ইউনিয়নটির গহিরা গ্রামের একমাত্র মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান ‘উপকূলীয় আদর্শ উচ্চ বিদ্যালয়’। জীর্ণশীর্ণ এ বিদ্যালয়টির বন্দনায় যেন মেতে উঠেছে রায়পুরসহ পুরো উপজেলাবাসী।
কারণ গত মঙ্গলবার প্রকাশিত ৪৩ তম বিসিএস পরীক্ষার ফলে সুপারিশপ্রাপ্ত হয়েছেন এক সঙ্গে দুইজন রায়পুরের সন্তান, যারা মাধ্যমিক শিক্ষা শেষ করেছেন এই বিদ্যালয় থেকে।
তাদের একজন নুরুল আবছার সবুজ, অন্যজন মেহেদী হাসান আমজাদ।
সবুজ প্রশাসন ক্যাডারে মেধা তালিকায় ৩৩তম হয়ে সুপারিশপ্রাপ্ত হয়েছেন আর পুলিশ ক্যাডারে মেধা তালিকায় ১৬তম হয়ে সুপারিশপ্রাপ্ত হয়েছেন আমজাদ।
এর আগে ২০২০ সালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হন সজীব তালুকদার নামের আরেক শিক্ষার্থী, যার মাধ্যমিকে পড়া হয় এই স্কুলেই। তিনি ৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডারে নিয়োগ পেয়ে এখন সাতক্ষীরায় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করছেন।
চাকরি প্রার্থীদের কাছে সোনার হরিণ হয়ে ওঠা বিসিএসে এবার সজীব তালুকদারের পথেই হাঁটলেন সবুজ ও মেহেদী।
উপকূলবাসীর শিক্ষার বাতিঘর হিসেবে খ্যাত স্কুলটির তিনজন কৃতী শিক্ষার্থীর অসীম সাফল্যে গহিরা গ্রামসহ পুরো আনোয়ারাবাসী আজ গর্বিত,আনন্দিত।
সিভিল সার্ভিসে জয়েন করে তারা শুধু আনোয়ারা নয়, পুরো দেশের গর্ব হয়ে উঠবে এই প্রত্যাশাই করেন স্কুলটির বর্তমান ও প্রাক্তন শিক্ষাথীরা।