চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার বরফকল এলাকা থেকে গ্রেফতার হওয়া এক ছিনতাইকারীর দেওয়া তথ্যে একটি স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, উদ্ধার করা অস্ত্রটি গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর থানা থেকে লুট করে নিয়ে যাওয়া হয়েছিল।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বরফকল এলাকার একটি টিনের ঘর থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।গ্রেফতার ওই ছিনতাইকারীর নাম ইউসুফ শান্ত (২৫) বলে পুলিশ জানিয়েছে। তার বাড়ি ফেনীর ছাগলনাইয়া এলাকায়।
পুলিশ জানিয়েছে, শান্ত পেশাদার ছিনতাইকারী। ডাকাতি ও ছিনতাইয়ের কাজে তিনি এ অস্ত্র ব্যবহার করা হতো। অপারেশন ডেভিল হান্টের আওতায় তাকে বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ত তার কাছে একটি অস্ত্র আছে বলে পুলিশকে সে জানায়। এরপর তাকে নিয়ে পুলিশ অস্ত্র উদ্ধার অভিযানে নামে।
অভিযান শেষে নগর পুলিশের উপ কমিশনার (পশ্চিম) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া সাংবাদিকদের বলেন, সম্প্রতি সারাদেশে সন্ত্রাসী কার্যক্রম বেড়ে গেছে। সেটার নিয়ন্ত্রণ নিতেই অপারেশন ডেভিল হান্টের আওতায় শান্তকে বুধবার রাতে গ্রেফতার করা হয়েছে। তার দেওয়া তথ্যমতে আমরা অভিযান চালিয়ে একটি একনলা দেশীয় বন্দুক উদ্ধার করেছি। অস্ত্রটি সে তার বাসার টিনের চালার ভেতরে সুকৌশলে লুকিয়ে রেখেছিল।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে আমাদের জানিয়েছে, সে এটা আরেক পক্ষ থেকে সংগ্রহ করেছে। দুজনের নাম সে বলেছে। তাদের আইনের আওতায় আনতে আমরা অভিযান পরিচালনা করব।
চাটগাঁর চোখ/এমএ