সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫

চট্টগ্রামে পুলিশের অভিযান, ধরা পড়ল ৪ ডাকাত ও ১ ফেরারী আসামী

চট্টগ্রামে পুলিশের পৃথক অভিযানে ধরা পড়েছে ৪ ডাকাত ও সাজাপ্রাপ্ত ১ ফেরারী আসামী।
সোমবার(১ জানুয়ারী) নগরীর বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে পুলিশের হাতে ধরা পড়েন তারা।

সোমবার রাতে বাকলিয়া থানা পুলিশের অভিযানে নগরীর বাক‌লিয়ার খালপাড়ের অন্ধকারাচ্ছন্ন খালি জায়গায় ডাকা‌তির প্রস্তু‌তিকালে ধরা পড়েছে মোঃ আসিফ (২২), মোঃ সবুজ (১৯), মোঃ বাদশা (২৫) ও মোঃ ইউনুছ প্রঃ শ্রাবন (২৩) নামে ৪ ডাকাত।
বাকলিয়া থানাধীন ৫নং ব্রিজ সংলগ্ন কল্পলোক আবাসিক ২নং রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করে থানা পু‌লিশ।

গ্রেফতারকৃত মোঃ আসিফ চট্টগ্রাম জেলার কালামিয়া বাজার দোতলা বড় মসজিদ গলি এলাকার ইসমাইল মিয়ার ছেলে, মোঃ সবুজ কালামিয়া বাজার মোজাফ্ফর রোড খালপাড় লোহার ব্রীজ এলাকার মোঃ জসিম উদ্দিনের ছেলে, মোঃ বাদশা কু‌মিল্লা জেলার মুরাদনগর থানাধীন বাখরনগরের থোল্লা এলাকার খোকন মিয়ার ছেলে, এবং মোঃ ইউনুছ প্রঃ শ্রাবন চট্টগ্রাম নগরীর চাক্তাই ভেড়া মার্কেট, নতুন পুলের পাশ, সভাপতি আক্তারের কলোনীর মোঃ বাহাদুর মিয়ার ছেলে।

বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব উ‌দ্দিন বলেন, গোপন সংবাদের ভি‌ত্তিতে ডাকাতির প্রস্তু‌তিকালে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ৩৯৯/৪০২ পেনাল কোডে মামলা রুজু হয়েছে।

একই রাতে অন্য এক অভিযানে নগরীর কালামিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে সাজা পরোয়ানাভুক্ত এক ফেরারী আসামিকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

Screenshot 20240102 111640 Facebook » চট্টগ্রামে পুলিশের অভিযান, ধরা পড়ল ৪ ডাকাত ও ১ ফেরারী আসামী

সাজা পরোয়ানাভুক্ত আসামির নাম মোঃ ইরফাদ হোসেন প্রকাশ ইরফাদ।
ইরফাদ জিআর-২৭/২০১৮, বিচার ৩২০/২০১৮, কোতোয়ালী থানার মামলা নং ২৭(০১)২০১৮ অনুযায়ী এক বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রাপ্ত । নগরীর আলকরণ এলাকার ১নং গলি ক্যাপ্টেন ভিলা ক্যাপ্টেন জানে আলমের বাড়ীর নিচ তলায় বসবাস করতেন তিনি।
গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দকরণ প্রক্রিয়া চলছে বলে জনিয়েছেন কোতোয়ালী ও বাকলিযা থানা পুলিশ।

সর্বশেষ

এই বিভাগের আরও খবর