প্রচারণার নির্ধারিত সময়ের আগে নৌকা প্রতীকের সমর্থনে শব্দবর্ধক যন্ত্র(মাইক)র সাহায্যে উচ্চস্বরে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে চট্টগ্রামের সীতাকুন্ডে সৌরভ হোসেন জয় নামের এক নৌকার কর্মীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার(১ জানুয়ারি) দুপুর সাড়ে১২ টায় সীতাকুন্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.আলাউদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ অর্থদন্ড দেয়া হয়।
স্থানীয় সূত্র জানায়, দুপুর ১২টা থেকে সীতাকুণ্ড মডেল থানার পাশ্ববর্তী জে পি এস টাওয়ার আবাসিক বিল্ডিংয়ে নৌকা প্রতীকের সমর্থনে শব্দ বর্ধক যন্ত্রের সাহায্যে উচ্চস্বরে নির্বাচনী প্রচারণা চালানো হচ্ছিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন বলেন, আচরণবিধি অনুসারে প্রার্থীদের শব্দ বর্ধক যন্ত্রের সাহায্যে নির্বাচনী প্রচারণা করা যাবে না কিন্তু সীতাকুণ্ড পৌর সদরের একটি আবাসিক বিল্ডিংয়ে উচ্চস্বরে মাইক লাগিয়ে নৌকা প্রতীকের পক্ষে প্রচারণা করছিলেন এবং নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে নির্ধারিত সময়ের আগে প্রচার কাজ শুরু করেন। এ কারণে তাঁকে জরিমানা করা হয়।