মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

‌‍সব ‘সেভেন’ লাকি হয় না!

নিজস্ব প্রতিবেদক

অস্ত্র মামলায় সাজা দেয়া হয়েছিল ৭ বছর। তবে পালিয়ে থেকে কাটালেন সমপরিমাণ সময়। কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়তেই হলো তাকে। সবার জন্য সেভেন লাকি হলেও আসামি নুরুল কবির প্রকাশ নুরুল আলম প্রকাশ নুরু ডাকাত (৪৪) এর জন্য মনে হয় সেটা আর হলো না। রোববার নগরীর কর্ণফুলী থানাধীন সৈন্যেরটেক এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব। সোমবার (১০ ফেব্রুয়ারি) র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
গ্রেফতার নুরুল কবির প্রকাশ নুরুল আলম প্রকাশ নুরু ডাকাত প্রকাশ নুরু পটিয়া থানাধীন জঙ্গলখাইন এলাকার মৃত আনা মিয়ার ছেলে। র‌্যাব সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃত ঐ ব্যক্তি চট্টগ্রাম জেলার পটিয়া থানার অস্ত্র আইনের ৩০(৩)১৭ নং মামলার ৭ বছর সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।
র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, সে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর নিকট থেকে গ্রেফতার এড়াতে দীর্ঘ ০৭ বছর চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর