নগরীর বলুয়ার দিঘির পশ্চিম পাড়ে জাফর সওদাগরের কলোনিতে লাগা আগুনের ধোঁয়ায় দমবন্ধ হয়ে প্রাণ হারিয়েছেন এক দম্পতি। এছাড়া একই পরিবারের বাকি ৩ সদস্যকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে কলোনীর একটি টিনশেড ঘর থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। নিহত ব্যক্তিরা হলেন মো. ইলিয়াছ (৫০) ও পারভিন আক্তার (৪৫)। আহত ব্যক্তিরা হলেন মো. ফয়সাল (১৯), মো. সোহান (১৯) ও শাহীনা আক্তার (২৩)। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের চন্দরপুরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোকাররম হোসেন চৌধুরী।
ফায়ার সার্ভিস ও হাসপাতাল সূত্র জানায়, আগুন নেভানোর পর পাশের একটি ঘরের টয়লেট থেকে আহত অবস্থায় পাঁচজনের সন্ধান মেলে। তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক ইলিয়াস ও পারভিন দম্পতিকে মৃত ঘোষণা করেন। অপর তিনজনকে হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। হতাহত ব্যক্তিদের শরীরে পোড়ার ক্ষত নেই। তবে ধোঁয়ায় তাঁদের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে চিকিৎসকেরা জানান। বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান মো. রফিক উদ্দিন আহমেদ বলেন, আহত তিনজনের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
জানা যায়, নিহত ইলিয়াস ইলেকট্রিক মিস্ত্রী ছিলেন। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল। তবে তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোকাররম হোসেন চৌধুরী।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, তারা সকাল ৬টা ৪২ মিনিটে আগুনের সংবাদ পায়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভাতে কাজ করে। সকাল আটটার দিকে আগুন নেভানো হয়। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মালেক বলেন, পাঁচটি কাঁচা ঘর পুড়ে গেছে। এতে আনুমানিক ক্ষতি ১৫ লাখ টাকা। ওই ঘরগুলো থেকে আহত অবস্থায় পাঁচজনকে বের করে আনা হয়। তাঁদের মধ্যে ধোঁয়ায় দম বন্ধ হয়ে দুজন মারা যান। এছাড়া ঘটনাস্থল থেকে পাঁচটি পরিবারকে অক্ষত উদ্ধার করা হয়েছে।
এনইউ/জই
বলুয়ার দিঘির পাড়ে কলোনিতে আগুন, স্বামী-স্ত্রীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক