মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

চান্দগাঁওয়ে যুবকের লাশ উদ্ধার, হাতে বৈদ্যুতিক শক

নিজস্ব প্রতিবেদক

নগরীর চান্দগাঁও থানাধীন অনন্যা আবাসিকের ফেদিয়া পুকুর পাড় এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে বুধবার লাশটি উদ্ধার করা হয়। ভিকটিমের আনুমানিক বয়স ২৪ বছর ও তার নাম শোয়েব রুমি ওরফে আলিফ। তিনি বায়েজিদ বোস্তামী থানার হামিদপুর এুলাকার বাসিন্দা।
নগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম বলেন, কীভাবে যুবকটির মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। শরীরের কোথাও আঘাতের চিহ্ন না থাকলেও হাতে একটি বৈদ্যুতিক শকের মত একটি জখমের চিহ্ন দেখা গেছে।
উপ কমিশনার আমির বলেন, নিহতের বাবার ভাষ্য- তার ছেলে রং মিস্ত্রি। তার মোবাইলে কিছু ‘সন্দেহজনক’ ছবি পাওয়া গেছে। তার ফোনটি ঘটনার দিন রাত ১টা পর্যন্ত সচল ছিল। এরপর সেটি বন্ধ করে দেওয়া হয়। উপ কমিশনার বলেন, এত রাতে কেন যুবকটি সেখানে গিয়েছিল? এসব বিষয় আমরা খতিয়ে দেখছি।
এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর