দ্বীন ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আদর্শ সু-নাগরিক গড়ার প্রত্যয় নিয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ঐতিহ্যবাহী রানীর হাটে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন হল ইসলামের প্রথম খলিফার নামে প্রতিষ্ঠিত সিদ্দিক আকবর(রাঃ)তাহফিজুল কোরআন একাডেমি।
শনিবার(৩০ডিসেম্বর) সকাল ১০টায় আনুষ্ঠানিক ফিতা কেটে উদ্বোধন করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ ড.আ ত ম লিয়াকত আলী আল-কাদেরী।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া বেতাগী দরবার শরীফের সাজ্জাদানশীন পীরজাদা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ।
সিদ্দিক আকবর(রাঃ)তাহফিজুল কোরআন একাডেমি’র পরিচালক এইচ এম শহিদুল্লাহ, হাফেজ মুহাম্মদ তারেক হোসাইন, হাফেজ মুহাম্মদ আকবর হোসাইনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা সুলতান মাহমুদ আলকাদেরী, মাওলানা জামাল উদ্দীন খান আলকাদেরী, মাওলানা হাবিবুর রহমান আলকাদেরী, মাওলানা মোজাম্মেল হোসাইন নঈমী, মাওলানা রমজান আলী আলকাদেরী, মাওলানা নুরুন্নবী আলকাদেরী, মাওলানা ইদ্রিস আলকাদেরী, মাওলানা সাইদুল হক আলকাদেরী, বেতবুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব খোরশেদ আলম, গাউছিয়া কমিটি বাংলাদেশ রাঙ্গুনিয়া উপজেলা উত্তর শাখার সাধারণ সম্পাদক জনাব আব্দুল মোতালেব, সহ- সভাপতি মুজিবুর রহমান সওদাগর, কাজী মুহাম্মদ আইয়ুব, সহ সাধারণ সম্পাদক জনাব ছালেহ আহমদ, মুহাম্মদ হেলাল উদ্দিন, মাহামুদুর রশীদ মাসুূদ, মুহাম্মদ শাহেদুল আলম, রাজানগর ইসলামপুর সুন্নী ঐক্য পরিষদের সভাপতি মুহাম্মদ দিদারুল আলম, মুহাম্মদ জয়নাল আবেদীন, মুহাম্মদ আব্দুর রশীদ মুহাম্মদ ইয়াছিন আরাফাত, মুহাম্মদ জমির উদ্দীন প্রমুখ।
উদ্বোধন শেষে ভর্তিকৃত শিক্ষার্থীদেরকে পবিত্র কুরআন শরীফের ছবক প্রদান করা হয়।
ti/nu-rt/cc