চট্টগ্রামের বিভিন্ন নির্বাচনী এলাকায় পৌছে যাচ্ছে নানা নির্বাচনী সরঞ্জাম। তবে ব্যালট পেপার এখনো পাঠানো হয়নি।
শুক্রবার সকাল থেকে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম থেকে বিভিন্ন আসনের কেন্দ্র ও ভোটার অনুযায়ী সরঞ্জাম পাঠিয়েছে আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়।
ব্যালেট ছাড়া অন্যান্য সরঞ্জাম বেশির ভাগ স্থানে পৌঁছেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা এনামুল হক।
বলেন, বিভিন্ন আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে ব্যালট পেপার ছাড়া অন্যান্য সরঞ্জাম পাঠানো হয়েছে। চট্টগ্রাম নগরীর ১০ জনসহ মোট ২৬ জন সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে এসব সরঞ্জাম পাঠানো হয়।
তাদের তত্ত্বাবধানে রেখে এসব সরঞ্জাম নির্বাচনের আগে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে বলে জানান তিনি।
শুক্রবার আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় বাস, ট্রাকে করে এসব সরঞ্জাম পাঠানো হয়। সহকারী রিটার্নিং কর্মকর্তাদের প্রতিনিধিরা এসব সরঞ্জাম বুঝে নিয়েছে বলে জানান চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুছ আলী।
চট্টগ্রাম নির্বাচন কমিশন কার্যালয় থেকে জানা যায়, প্রত্যেক নির্বাচনি এলাকার ভোট কেন্দ্রে কক্ষ অনুযায়ী ব্যালট বক্স, স্টেশনারি সামগ্রী, সুতা, চার্জ লাইট, গালা, চটের থলি ইত্যাদি পাঠানো হয়েছে।
ব্যালট পেপার ঢাকা থেকে রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হবে। সন্দ্বীপের উরকিরচর ইউনিয়নের দুটি কেন্দ্র ছাড়া অন্যসব কেন্দ্রে ভোটের দিন সকালে পৌঁছানো হবে এসব ব্যালট পেপার।