রাউজানের নোয়াপাড়ায় মো: জাহাঙ্গীর নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্য করা হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও দু’জন। শুক্রবার (২৪ জানুয়ারি) জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে যাওয়ার পথে তাকে হত্যা করা হয়।
নিহত জাহাঙ্গীর উপজেলার নোয়াপাড়া নিরামিশ পাড়ার আবু ছৈয়দ মেম্বারের ছেলে এবং নোয়াপাড়া মাকসুদ কমিউনিটি সেন্টারের মালিক। এছাড়াও নগরের আছাদগঞ্জে তার শুঁটকির ব্যবসা রয়েছে।
জানা গেছে, চট্টগ্রাম নগর থেকে শুক্রবার জুমার নামাজ পড়তে মোটর সাইকেলযোগে গ্রামের বাড়িতে আসরন জাহাঙ্গীর। তিনি স্থানীয় আসদ আলী মাতবর বাড়ির জামে মসজিদের সামনে গেলে কয়েকজন দুর্বৃত্ত তার ওপর অতর্কিতে হামলা চালায়। প্রথমে লাঠি দিয়ে আঘাত করে তাকে মাটিতে ফেলে দেয়া হয় এবং এর পরে গুলি করে। এ সময় জাহাঙ্গীরকে রক্ষা করতে মুসল্লিরা এগিয়ে এলে কয়েকজন হামলার মুখে পড়েন।
গুলিবিদ্ধ জাহাঙ্গীরকে দ্রুত উদ্ধার করে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শফিকুল আলম চৌধুরী।ঘটনায় এলাকার লোকজন হতবাক। ঠিক কি কারণে এ হত্যাকান্ড সে ব্যাপারে জানা যায়নি।
এনইউ/জই