মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

ইকবাল হসপিটালে গেছে,তবে লাশ হয়ে

ছেলে মো.ইয়ামিন(৮)কে নিয়ে হসপিটালে যাচ্ছিল ইকবাল,পথিমধ্যে ঘাতক ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয় বাবা ছেলে দু’জনই, হাসপাতালে নেয়ার পর মৃত্যুর কোলে ঢলে পড়ে ইকবাল।

২৯ ডিসেম্বর(শুক্রবার) সকাল ৭ টার দিকে চট্টগ্রাম নগরীর নিমতলা বিশ্বরোড এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত মো.ইকবাল(৪০) আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের গুন্দ্বীপ তোতাগাজি বাড়ির ফিরোজ আহমদের পুত্র।সে ৩ সন্তানের জনক বলে জানা যায়।

নিহত ইকবালের মামা মন্জুর আলম জানান, ইকবাল তার অসুস্থ ছেলের চিকিৎসা করাতে ভোরে গ্রামের বাড়ি থেকে শহরের পাহাড়তলীর একটি হসপিটালে যাচ্ছিল, কর্ণফুলী নদী পার হয়ে পতেঙ্গা থেকে একটি সিএনজি চালিত অটোরিকশায় উঠেন তারা, সিএনজিটি নগরীর নিমতলা বিশ্বরোড এলাকয় পৌছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাক তাদের ধাক্কা দিয়ে চলে যায়, এতে চালকসহ তিনজনই গুরতর আহত হয়।

স্থানীয়রা তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইকবালকে মৃত্য ঘোষনা করেন।
তার অসুস্থ ছেলে ইয়ামিনের অবস্থাও সংকটাপন্ন।

দু’সপ্তাহের ব্যবধানে একই পাড়ার দুইজনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

প্রসঙ্গত : গত ১৬ ডিসেম্বর বৈদ্যুতিক শর্ট লেগে মারা যায় একই পাড়ার আবদুল মাবুদের ২০ বছর বয়সি ছেলে মো.মাসুদ।

সর্বশেষ

এই বিভাগের আরও খবর