নগরীর চকবাজার থানার মেহেদীবাগ থেকে মাদক ক্রিস্টাল আইসসহ পুলিশের এক এএসআইকে গ্রেপ্তার করেছে র্যাব।
গত শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আলমগীর হোসেন নগর পুলিশের জনসংযোগ শাখায় এএসআই হিসেবে কর্মরত।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এ আর এম মোজাফ্ফর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মেহেদীবাগ এলাকা থেকে ১৬০ গ্রাম আইসসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় চকবাজার থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এনইউ /জই