মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, চট্টগ্রামে পরীক্ষার্থী ১৩ হাজার ৪৩৫ জন

নিজস্ব প্রতিবেদক

সারাদেশে মেডিকেলে কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজ। এ বছর চট্টগ্রামের ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন ১৩ হাজার ৪৩৫ জন পরীক্ষার্থী।

এদের জন্য কেন্দ্র নির্ধারণ করা হয়েছে ৫টি। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাস কেন্দ্রে ৪ হাজার ৮২৫ জন, ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৩ হাজার ২৫৭ জন, চট্টগ্রাম কলেজ ক্যাম্পাস কেন্দ্রে ২ হাজার ৪৪৩ জন,  চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ কেন্দ্রে ১ হাজার ৭৩০ জন এবং প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় (দামপাড়া ক্যাম্পাস) কেন্দ্রে অংশ নিচ্ছেন ১ হাজার ১৮০ জন পরীক্ষার্থী।

এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. জসিম উদ্দিন বলেন, চট্টগ্রামে এমবিবিএস পরীক্ষাকে কেন্দ্র করে আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রশাসনের সহযোগিতায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা একযোগে কাজ করছি।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর