বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

পুরো পাহাড় অচল করে দেয়ার হুমকি চবির পাহাড়ি ছাত্রদের

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি রোনাল চাকমা বলেছেন, সারাদেশের সংখ্যালঘু জাতিসত্তার জনগণকে শান্তিতে থাকতে না দিলে তারাও ‘শান্তিতে থাকতে দিবে না’। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ‘স্টুডেন্ট ফর সভারেন্টি’ নামক সন্ত্রাসী দলটির সদস্যদের গ্রেফতার করা না হলে পার্বত্য চট্টগ্রামের ছাত্র-জনগণ পুরো পাহাড় অচল করে দেবে।

বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি মশাল মিছিলে তিনি এ কথা বলেন, যেখানে ছাত্ররা পাঠ্যবই থেকে ‘আদিবাসী’ শব্দটি বাদ দেওয়ার প্রতিবাদে মিছিল করছিলেন। ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’ সংগঠনের পূর্বঘোষিত এনসিটিবি ঘেরাও কর্মসূচিতে হামলার ঘটনায় মিছিলটি অনুষ্ঠিত হয়।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর