মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

সোনালী ব্যাংকের সাবেক এ জি এম নুরুল ইসলামের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক

সোনালী ব্যাংকের সাবেক সহকারী মহাব্যবস্থাপক (এ জি এম) বিশিষ্ট ব্যাংকার নুরুল ইসলাম বুধবার রাতে নগরীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)।

তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃতুকালে তিনি ৫ ছেলে মেয়ে রেখে যান। স্ত্রীর মৃত্যুর এক মাসের মধ্যেই তিনি মারা গেলেন বলে তাঁর পারিবারিক সূত্রে জানা যায়। তাঁর বড় ছেলে চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক উপাধ্যক্ষ ডা.হাফিজুল ইসলাম ও ছোট ছেলে ডা.আরিফুল ইসলাম।

দক্ষ ও নিবেদিতপ্রাণ ব্যাংকার হিসেবে খ্যাত নুরুল ইসলাম ছিলেন সোনালী ব্যাংক পরিবারের প্রিয়মুখ।

আজ বাদ জোহর ২ নং গেটস্হ মসজিদ গলিতে নামাজে জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।

বাঁশখালীর কাথরিয়ার কৃতী সন্তান নুরুল ইসলামের মৃত্যুতে নিজ এলাকার বিশিষ্টজন, চিকিৎসক ও ব্যাংকারদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও খবর