বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

ফুটপাত দখল করে ব্যবসা

সাদিয়া’স কিচেনসহ কয়েকটি দোকানকে ৫৬ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

বাকলিয়া এক্সেস রোড মোড়ে ফুটপাতে দোকানের মালামাল রাখার অপরাধে সাদিয়া’স কিচেনকে ১৫ হাজার, ইউনিক মোটরসকে ১০ হাজার, স্বাদ ঘরকে ৫ হাজার ও রফিক স্টোরকে ৩ হাজারসহ সর্বমোট ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়।

চট্টগ্রাম সিটি করপোরেশন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা আজ বুধবার এই অভিযান চালান। এছাড়া অপর এক অভিযানে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনিষা মহাজন সাগরিকা রোডের উভয় পার্শ্বে ও জহুর আমহদ চৌধুরী স্টেডিয়াম এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। সেখানে রাস্তা ও ফুটপাতের উপর স্থাপিত অবৈধ দোকান সমূহ উচ্ছেদ করে দখল মুক্ত করেন। অভিযানকালে বিভিন্ন দোকান হতে ২৩ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এ সময় ম্যাজিস্ট্রেটের সাথে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, মেয়রের রাজনৈতিক সচিব মারুফুল হক চৌধুরী।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর