শুক্রবার, ২১ মার্চ ২০২৫

চসিকের অভিযান

ফুটপাত দখল করে ব্যবসা, ৬ জনকে ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা মঙ্গলবার নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন টেক্সটাইল গেইট এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে টেক্সটাইল গেইটস্থ সিটি কর্পোরেশন মার্কেটের দোকান থেকে অবৈধ দখল উচ্ছেদপূর্বক বরাদ্দপ্রাপ্ত প্রকৃত গ্রহীতার নিকট দোকান বুঝিয়ে দেন। এছাড়া অবৈধভাবে নালা দখল ও শেড বানিয়ে পানির পাম্প বসিয়ে রাস্তায় গাড়ি ওয়াশ, ফুটপাতে বাঁশ বিক্রি এবং রিক্সার গ্যারেজ দিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করায় উক্ত দোকান ও স্থাপনা উচ্ছেদপূর্বক ৩ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু ও ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।
অপর এক অভিযানে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ বাদামতলী মোড় থেকে আগ্রাবাদ হোটেল পর্যন্ত রাস্তার উভয় পার্শ্বের ফুটপাতের অবৈধ দোকানপাট উচ্ছেদ করেন। এই সময় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করার দায়ে ৩ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটদ্বয়কে সহায়তা প্রদান করেন।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর