বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

'নির্বাচনের দিনক্ষণ সরকার ও রাজনৈতিক দলগুলো ঠিক করবে'

নির্বাচনী অংশীজনদের সাথে কাল চট্টগ্রামে জাতিসংঘ প্রতিনিধিদের বৈঠক

চাটগাঁর চোখ ডেস্ক

নির্বাচনে সহায়তার জন্য জাতিসংঘের প্রতিনিধিরা আগামীকাল বুধবার চট্টগ্রামে নির্বাচনী বিভিন্ন অংশীজন যেমন- রাজনৈতিক দল, সুশীল সমাজ, বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করবেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাতের পর জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস এ কথা বলেন।

গো‌য়েন লুইস আরও বলেন, বাংলাদেশে নির্বাচন হবে সেই দিনক্ষণ সরকার ও রাজনৈতিক দলগুলো ঠিক করবে বলে জানিয়েছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস।
তিনি বলেন, কোন সময়ে নির্বাচন হবে এটা বাংলাদেশ সরকার ও এ দেশের রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে। আমরা সময়সীমা নিয়ে কিছু বলতে চাই না। আমরা নির্বাচনে শুধু কারিগরি ও প্রযুক্তিগত সহযোগিতা দিতে চাই। জাতিসংঘ কারিগরিসহ সব ধরনের সহযোগিতা দিতে আগ্রহী।
তিনি বলেন, জাতীয় নির্বাচনে জাতিসংঘের সহায়তা চেয়েছে বাংলাদেশ, কীভাবে সহায়তা করা যায় তা খতিয়ে দেখতে ঢাকায় জাতিসংঘের অ‍্যাসেসমেন্ট টিম, নির্বাচন কমিশন ছাড়াও বৈঠক করবেন সব রাজনৈতিক দলের সঙ্গে।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর