সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলমের সাথে সাক্ষাৎ করেছেন হাটহাজারী প্রাইভেট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার’স এসোসিয়েশন এর নেতৃবৃন্দ।
রবিবার (১২ জানুয়ারি) চট্টগ্রাম সিভিল সার্জন অফিস কনফারেন্স রুমে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন গণমানুষের চিকিৎসা সেবার মানোন্নয়ন করার সুন্দর ও পরিকল্পিত
পদক্ষেপ নেওয়ার জন্য সবাইকে আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সম্পাদক, ওয়ান ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ও জাগৃতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা, সহ সভাপতি ও ডাঃ ইব্রাহীম কমিউনিটি হেলথ কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টারের এর পরিচালক ওজাইর আহমদ হামিদি, কোষাধ্যক্ষ ও গ্রিন হেলথ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মোঃ আবিদুল ইসলাম, ডায়াগনস্টিক বিষয়ক সদস্য ও সিলভা ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, হসপিটাল বিষয়ক সম্পাদক ও গণি হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ওমর গণি, ইউনিক ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মোঃ রুবায়েত, ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আজিজুল মুমিন প্রমুখ।
এনইউ/জই