চট্টগ্রাম নগরীর পুরাতন রেলস্টেশন এলাকা, সিআরবি, কাজীর দেউরী, ডিসি হিল, প্রবর্তক মোড় ও চকবাজার এলাকায় শীতার্তদের মাঝে ৩০০০ হাজার কম্বল বিতরণ করেছেন জেলা প্রশাসক ফরিদা খানম।
১২ জানুয়ারি মধ্য রাতে তিনি এসব কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুজ্জামান, সহকারী কমিশনার আল আমিন হোসেন, স্টাফ অফিসার মো. ইসরাফিল জাহান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সাইফুল মজুমদার ও জেলা নাজির জামাল উদ্দিন।
উল্লেখ্য, চলতি শীত মৌসুমে চট্টগ্রাম জেলায় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ২০ হাজার পিস কম্বল বরাদ্দ দেওয়া হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে বরাদ্দকৃত অর্থ দিয়ে আরও ১৫,০০০ পিস কম্বল ক্রয় করা হয়। প্রধান উপদেষ্টার কার্যালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত অর্থ দিয়ে ক্রয়কৃত কম্বল বিতরণ কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। মধ্য রাতে কম্বল বিতরণের বিষয়ে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, আমি দুস্থ ও অসহায় মানুষের কষ্ট কাছে থেকে উপলব্ধি করার জন্যই নিজেই বিভিন্ন স্পটে গিয়েছি। তিনি সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, শিল্প উদ্যোক্তা ও বিত্তশালীদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এনইউ/জই