বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

সিইপিজেডে শ্রমিকদের এক পক্ষের অবরোধে আরেক পক্ষের বাধা, আহত ১০

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে ইপিজেডে শ্রমিকদের এক পক্ষের অবরোধে আরেক পক্ষ বাধা দেওয়ায় জেরে সংঘর্ষের ঘটনায় ১০ জন আহত হয়েছেন।

শনিবার (১১ জানুয়ারি) সকাল ৯টায় এই সংঘর্ষে জড়ান জেমএস ও ম্যারিমো লিমিটেড নামের দুইটি প্রতিষ্ঠানের শ্রমিকরা।

জানা যায়, বেশ কয়েক দিন ধরে বেতন ভাতা নিয়ে শ্রমিক অসন্তোষের কারণে জেএমএস কারখানার শ্রমিকরা বিক্ষোভ করছিলেন। এ সময় ইপিজেডের মূল ফটক বন্ধ করে দেন তারা। এতে অপরাপর কারখানার শ্রমিকরা তাদের বাঁধা দেন। এরই সূত্র ধরে সংঘর্ষে জড়ান শ্রমিকরা।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান জানান, এই মুহূর্তে কারখানার শ্রমিকদের সরিয়ে দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সেনাবাহিনী ও নৌবাহিনী পুলিশ দুটি কারখানা ঘিরে রেখেছে। এই দুটি কারখানায় ৩ দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর