শহর কুতুব হযরত শাহসূফি সৈয়দ আমানত খান (রহ.) এর আওলাদ ও দরগাহ শরিফের মুতাওয়াল্লি শাহজাদা সৈয়দ মোহাম্মদ বেলায়েত উল্লাহ খান (৭৭) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত পৌনে ৯টায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পারিবারিক সূত্র জানায়, গত অক্টোবরে মেয়েকে দেখতে তিনি যুক্তরাষ্ট্র যান। সেখানে অসুস্থ হয়ে পড়ায় তাকে এক সপ্তাহ আগে হাসপাতালে ভর্তি করা হয়। আগামী সোমবার নাগাদ তার মরদেহ যুক্তরাষ্ট্র থেকে চট্টগ্রামে আনা হবে। মরদেহ চট্টগ্রামে আনার পর জানাজার সময় জানানো হবে।
শাহজাদা সৈয়দ মোহাম্মদ বেলায়েত উল্লাহ খানের বড় ছেলে শাহজাদা হাবিবুল্লাহ খান মারুফ জানান, মরদেহ চট্টগ্রামে আনতে সোমবার পর্যন্ত সময় লাগবে। মরদেহ চট্টগ্রামে পৌঁছালে জানাজার সময় নির্ধারণ করা হবে।
শাহজাদা সৈয়দ মোহাম্মদ বেলায়েত উল্লাহ খানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ, সদস্যসচিব নাজিমুর রহমান, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্যসচিব ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক প্রধান জাহিদুল করিম কচি প্রমুখ।
এনইউ/জই