দ্রোহ মানবতা সাম্য ও প্রেমের কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে সরকারি গেজেটে অন্তর্ভুক্ত করায় আগামী ১৭ জানুয়ারি জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে নজরুল একাডেমি চট্টগ্রাম।
এর মধ্যে রয়েছে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও নজরুল সংগীতানুষ্ঠান। আলোচনায় বরেণ্য আলোচক ও সংগীত শিল্পীবৃন্দ অংশ গ্রহণ করবেন। এ ছাড়া বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরার অংশগ্রহণে কর্মশালা অনুষ্ঠিত হবে। ৮ জানুয়ারি বুধবার এ উপলক্ষে প্রস্তুতি সভা সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
নজরুল একাডেমী চট্টগ্রাম এর সভাপতি সাংবাদিক একে এম জহুরুল ইসলামের সভাপতিত্বে প্রস্তুতি সভায় একাডেমির সম্পাদক কণ্ঠশিল্পী ফাহমিদা রহমান, জেলি চৌধুরী, মেহাম্মদ মইনুদ্দি, মোহাম্মদ লোকমান চৌধুরী, এ এম রেজোয়ানুর রহমান, তনুশ্রী দাশ, প্রফেসর ড.অনিমেষ চক্রবর্তী, ডা.শর্মিলা বড়ুয়া, মেহেদী হাসান, নাফিজা শারমিন প্রাপ্তি, প্রীতম ভট্টাচার্য, তাহমিনা আক্তার, আলী হোসেন, সুমন বড়ুয়া, জয়দীপ চক্রবর্তী সহ সংগঠনের অন্যান্য সদস্য ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সম্মেলনের নানা দিক দিক নিয়ে আলোচনা ও সিদ্বান্ত গ্রহণ করা হয়।
সভায় সম্মেলন আয়োজন সুসম্পন্ন করার লক্ষ্যে প্রীতম ভট্টাচার্যকে আহ্বায়ক করে ৬ সদস্যের একটি অনুষ্ঠান উপ কমিটি গঠন করা হয়। এছাড়া সাংগঠনিক বিভিন্ন বিষয়ে সিদ্বান্ত গৃহীত হয়।
এনইউ/জই