প্রতি বছরের মতো এবছরও ৭ জানুয়ারি মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজনীতি বিজ্ঞান বিভাগের সর্বপ্রথম অনার্স ব্যাচ (১৯৬৯-৭০ শিক্ষাবর্ষ) প্রবর্তিত সনদসহ আর্থিক বৃত্তি কৃতি ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করা হয়েছে।
বিভাগীয় প্রধান প্রফেসর ডঃ.মাহফুজ পারভেজের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেশের বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী, লেখক এবং গবেষক প্রফেসর ডঃ ইয়াহিয়া আক্তার। অনুষ্ঠানের শুরুতেই সর্ব প্রথম অনার্স ব্যাচের ছাত্র এবং অন্যতম পৃষ্ঠপোষক গত ডিসেম্বরে মৃত্যু বরণকারী আকরামুজ্জামান খান ও অন্যান্য মরহুম সহপাঠী এবং শিক্ষক সহ সবাইর জন্য মাগফেরাত কামনা করে দোয়া এবং মোনাজাত করা হয়।
এরপর রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রফেসর ডঃ এনায়েত উল্লাহ পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানের মূল বক্তা সর্ব প্রথম অনার্স ব্যাচের ছাত্র ও আমেরিকার অ্যান্ডারসন স্টেট ইউনিভার্সিটির এমিরেটাস প্রফেসর ড. হারুন অর রশীদ খান তাঁর মূল্যবান বক্তব্য রাখেন। আরোও বক্তব্য রাখেন সর্ব প্রথম অনার্স ব্যাচের আমেরিকায় বসবাসকারী মোহাম্মদ আবু ইউসুফ, প্রিন্সিপাল শহীদুল আমিন চৌধুরী এবং আবুল কাশেম মোহাম্মদ সালেহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সর্ব প্রথম অনার্স ব্যাচের সরদার মফিজুল ইসলাম, আব্দুল মালেক, রেজাউল করিম এবং বৃত্তি আয়োজনের সমন্বয়ক সর্ব প্রথম অনার্স ব্যাচের মোবিন-উল হক। এবছর সনদ সহ বৃত্তি দেয়া হয় এবারের অনার্স ফাইনাল পরীক্ষায় প্রথম স্থান অধিকারী তৌহিদুল ইসলাম, যৌথভাবে দ্বিতীয় স্থান অধিকারী রেশমিন আক্তার ও জান্নাতুল শিফা এবং তৃতীয় স্থান অধিকারী জান্নাতুল ওকায়্যাকে।
এমএ/ এনইউ