বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

নাশকতা মামলায় সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

র‌্যাব-৭ চট্টগ্রাম মহানগরী ও ফেনীর ফুলগাজীতে পৃথক অভিযান চালিয়ে নাশকতা মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে। এদের একজন হলেন ফেনীর ফুলগাজী সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম এবং অপরজন হলেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা মো. এরশাদ আলম। গত ৫ জানুয়ারি তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, চান্দগাঁও থানার মামলা নং-২৬ তারিখ ২০ সেপ্টেম্বর এর বিস্ফোরক আইনের ৩ (ক) মামলার এজাহারনামীয় আসামি মোঃ এরশাদকে মোহরা থেকে গ্রেফতার করা হয়। অন্যদিকে ফেনীর  ফুলগাজী থানার মামলা নং-০২, তারিখ ০৭ নভেম্বর এর বিস্ফোরক আইনের ৩/৪/৬ মামলার এজাহারনামীয় পলাতক আসামি নুরুল ইসলামকে ফুলগাজী থানাধীন ঘনিয়ামুড়া চৌমুহনী এলাকা থেকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, সিডিএমএস পর্যালোচনা করে গ্রেফতারকৃত আসামি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ০৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এরসালের সহযোগী মোঃ এরশাদের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানায় হত্যা, নাশকতা এবং চাঁদাবাজি সংক্রান্ত ০৫টি মামলার তথ্য পাওয়া যায়।

গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চান্দগাঁও ও ফুলগাজী থানায় করা হয়েছে বলে জানায় র‌্যাব।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর