বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

বিএনপি কর্মীদের রোষাণলে ‘ওসি নেজাম’, শারীরিকভাবে লাঞ্ছিত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কোতোয়ালী ও বাকলিয়া থানার সাবেক ওসি নেজাম উদ্দিনকে বিএনপি কর্মীদের রোষাণল থেকে উদ্ধার করে হেফাজতে নিয়েছে পাঁচলাইশ থানা পুলিশ।

আজ সোমবার বেলা আড়াইটার সময় নগরের পাঁচলাইশ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে থেকে তাকে উদ্ধার করা হয়।

পরে ওসি নেজামকে থানায় আনার খবর ছড়িয়ে পড়লে মানুষ সেখানে ভিড় করতে শুরু করেন। থানার সামনে স্থানীয় বিএনপির একাধিক নেতা নেজামের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন। তারা নেজামের নির্যাতনের শিকার হয়েছেন বলে দাবি করেন।

এদিকে ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বেলা আড়াইটায় ব্যক্তিগত গাড়িতে পাসপোর্ট অফিসের সামনে আসেন পুলিশ কর্মকর্তা নেজাম উদ্দিন। এ সময় আশপাশে থাকা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তাকে দেখতে পেয়ে ছুটে আসেন এবং শারীরিক ভাবে হেনস্থা করেন। এক পর্যায়ে তার পরনে থাকা শার্ট ছিঁড়ে যায়।

এসময় ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, ‘ওসি নেজাম কট! সে আমাদেরকে অনেক কষ্ট দিয়েছে। কোনো প্রোগ্রাম করতে দেয়নি। জনতার মেয়র শাহাদাত ভাইকে অনেক কষ্ট দিয়েছে।’

নাম প্রকাশ না করার শর্তে বিএনপির এক কর্মী জানান, ‘আওয়ামী লীগের আমলে কোতোয়ালী ও বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা থাকার সময় ওসি নেজাম বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নানাভাবে নির্যাতন, নিপীড়ন ও হয়রানি করেছেন। বিনা কারণে গ্রেপ্তার করেছেন। অনুমতি থাকা সত্ত্বেও বিএনপিকে কর্মসূচি পালন করতে দেননি।’ এসময় তিনি ওসি নেজাম বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। তার সাথে থাকা বাকিরাও স্লোগান দিতে থাকেন।

এ বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলায়মান বলেন, নেজাম উদ্দিন বর্তমানে পুলিশের হেফাজতে আছেন।

উল্লেখ্য, নেজাম উদ্দিন সবশেষ সিআইডি কুমিল্লাতে দায়িত্ব পালন করেন। এর আগে নগরের কোতোয়ালী, বাকলিয়া ও সদরঘাট থানায় ওসির দায়িত্ব পালন করেন তিনি।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর