বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

‘শহীদ ওয়াসিম এলিভেটেড এক্সপ্রেসওয়ের’ যাত্রা শুরু, টোল আদায়

নিজস্ব প্রতিবেদক

জুলাই অভ্যুত্থানে নিহত ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের নামেই নামকরণ করা হয়েছে চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এটি আগে চট্টগ্রামের প্রয়াত সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর নামেই ছিল।

আজ শুক্রবার (৩ জানুয়ারি) সকালে অন্তর্বর্তী সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান টোল আদায় কার্যক্রম উদ্বোধনের মধ্য দিয়ে এই এক্সপ্রেসওয়েতে আনুষ্ঠানিক যান চলাচল শুরু হয়।

প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নির্বাহী প্রকৌশলী ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক মাহফুজুর রহমান বলেন, ২০২৩ সালের ২৪ আগস্ট চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৪৫৮তম বোর্ড সভার প্রস্তাব অনুযায়ী ‘মেয়র মহিউদ্দিন চৌধুরী সিডিএ এক্সপ্রেসওয়ে’ নামে মন্ত্রণালয় এর অনুমোদন দেয়। একই বছরের ১৪ নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই নামে এক্সপ্রেসওয়ে উদ্বোধন করেন। তবে ৫ আগস্টের পর পরবর্তী দাবি অনুযায়ী সিডিএ এর নাম পরিবর্তনের প্রস্তাব করলে তা মন্ত্রণালয় সাড়া দেয়। ফলে এটি চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র ও বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ওয়াসিম আকরামের নামে নামকরণ করা হয়।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর