বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

ডিসি পার্কে মাসব্যাপী উৎসব

১৩৬ প্রজাতির লক্ষাধিক ফুল ডিসি পার্কে

নিজস্ব প্রতিবেদক

১৩৬ প্রজাতির প্রায় লক্ষাধিক ফুলের সমারোহ নিয়ে তৃতীয়বারের মতো আয়োজন হতে যাচ্ছে চট্টগ্রাম ফুল উৎসব ২০২৫। চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে আগামী ৪ জানুয়ারি থেকে ফৌজদারহাট-বন্দর সংযোগ সড়কের ডিসি পার্কে শুরু হতে যাচ্ছে মাসব্যাপী এই আয়োজন। উৎসবে ফুল প্রদর্শনী ছাড়াও থাকছে বিভিন্ন ধরনের  অনুষ্ঠান।

৪ জানুয়ারি (শনিবার) সকাল ১১টায় ফুল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। এছাড়া  বিশেষ অতিথি থাকবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো: মোখলেস উর রহমান ও চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন।

মাসব্যাপী আয়োজিত এ উৎসবে থাকছে- সাংস্কৃতিক অনুষ্ঠান, মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল, গ্রামীণ মেলা, বই উৎসব, ঘুড়ি উৎসব, ফুলের সাজে একদিন, পিঠা উৎসব, লেজার লাইট শো, ভিআর গেইম, মুভি শো, ভায়োলিন শো, পুতুল নাচসহ নানা রকমের আয়োজন।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর