চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি আজ বুধবার (১ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আয়োজিত এক মানবন্ধন কর্মসূচিতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের দাবি জানিয়েছে।
মানববন্ধনে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন বলেন, ‘সাইফুল ইসলাম আলিফের যে হত্যাকাণ্ড হয়েছে, সেটাতে চিম্ময় দাসের উস্কানি ছিল। কারণ চিম্ময় দাসকে প্রিজন ভ্যানে উঠার পরে পুলিশের মাইকে বক্তব্য দিয়ে তার সমর্থকদের উস্কানি দিয়েছেন। যে কারণে পর্যায়ক্রমে অনেক ঘটনা ঘটে গেছে। আমাদের ভাই আলিফের হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি ঘরে ফিরে যাবে না। আলিফ হত্যায় সম্পৃক্ত এখনও অনেকেই গ্রেফতার হয় নি । আমরা জড়িতদের গ্রেফতার এবং মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে প্রেরণ করতে মানববন্ধনে দাঁড়িয়েছি।’
তিনি বলেন, ‘ইসকনের সন্ত্রাসীরা চিম্ময় কৃষ্ণ দাসকে আদালতে তোলা ও নৃশংস হত্যাকাণ্ড ঘটানোর পর থেকে যেসব কর্মকাণ্ড করেছে, এরকম ঘটনা আর ঘটেনি। আমরা প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা ইন্ধন দিয়েছেন এবং পরোক্ষ সহযোগিতা করেছেন তাদের প্রতিটি মামলায় গ্রেফতার দেখিয়ে আইনের আওতায় আনার জোর দাবি জানাই।’
স্বাভাবিকভাবে তদন্ত শেষ না হলে আইনজীবীরা কঠোর আন্দোলনের ডাক দেবে। আলিফ হত্যা মামলা ধীরগতিতে চলছে বলে দাবি করেন।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক বলেন, ‘আমরা অনেক ধৈর্য্য ধরেছি। বাংলাদেশের মানুষ অনেক ধৈর্য্য ধরেছে। আমাদের সরলতাকে দুর্বলতা ভাবার কোনো সুযোগ নেই।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ সভাপতি আবদুল কাদের, আবদুস সাত্তার, শামসুল আলম ও সোলেমান হায়দার প্রমুখ।
এনইউ/ এমএ