চট্টগ্রামের পাহাড়তলীর কাট্টলীতে একটি ফার্নিচারের দোকানে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট একঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সোয়া ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (চট্টগ্রাম) মো. আবদুর রাজ্জাক বলেন, রাত ২টা ১০ মিনিটের সময় আগুন লাগার খবর আসে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ওই ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেন, রাত ৩টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এছাড়া কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এনইউ/জই
গভীর রাতে চট্টগ্রামে ফার্নিচারের দোকানে আগুন
নিজস্ব প্রতিবেদক