মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

সম্প্রীতি ও ঐক্যে চট্টগ্রামের দৃষ্টান্ত অনুকরণীয়

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, গ্রিন সিটির উদ্দেশ্য শুধু ড্রেন-ময়লা আবর্জনা পরিষ্কার করা নয়, মানুষের হৃদয় পরিষ্কার করা। তাই শান্তি শৃঙ্খলা বজায় রেখে সবার মন মানসিকতা পরিষ্কার করে প্রতিটি ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ রাখতে হবে। জেলা প্রশাসক ফরিদা খানম বলেছেন, চট্টগ্রামে মানুষের মাঝে যে পারস্পরিক ঐক্য দেখেছেন, তা সত্যি অনবদ্য। চট্টগ্রামের মানুষের সম্প্রীতির দৃষ্টান্ত সারাদেশের জন্য অনুকরণীয় বলেও মন্তব্য করেন তিনি।

আজ রোববার আড়াইটায় চট্টগ্রাম মহানগরের পিটিআই অডিটরিয়ামে বিভিন্ন রাজনৈতিক দল, ধর্মীয় ও সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দের অংশগ্রহণে সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে সম্প্রীতি সমাবেশে মেয়র ও জেলাপ্রশাসক এসব কথা বলেন। সমাবেশে মেয়র প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি মোঃ কামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী, হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা নাসির উদ্দিন মুনির, মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, জেলা প্রশাসক ফরিদা খানম, পুলিশ সুপার  রায়হান উদ্দিন খান, ইলমার প্রধান নির্বাহী জেসমিন আরা সুলতানা পারু, রাজীব ধর তমাল (বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, ধর্মীয় কল্যাণ ট্রাস্ট হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট), পি.কে বড়ুয়া (বৌদ্ধ ধর্মীয় নেতা) ও অধ্যাপক উপানন্দ মহাথের (নব পন্ডিত বিহার)।

এনইউ/জই

সর্বশেষ

এই বিভাগের আরও খবর